ঢাকা, শুক্রবার   ২৩ মে ২০২৫

ভারত কখনই ভুলতে পারবে না এই পরাজয় : শেহবাজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২৩ মে ২০২৫

Ekushey Television Ltd.

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে ভারত যে ‘ভয়াবহ পরাজয়’ বরণ করেছে, তা দেশটি কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই সংঘর্ষকে ঘিরে তিনি বলেন, পাকিস্তান প্রচলিত যুদ্ধক্ষমতায় মোটেও পিছিয়ে নেই এবং এই বিজয় প্রমাণ করে দিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী সক্ষমতায় বিশ্বমানের।

শুক্রবার (২৩ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২২ মে) ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশের সর্বোচ্চ সামরিক মর্যাদা ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, আমাদের সেনাবাহিনী কেবল সীমান্ত রক্ষা করেনি, বরং শত্রুর ভূখণ্ডে ঢুকে আঘাত হেনেছে এবং খুব অল্প সময়ের মধ্যে আগ্রাসনকারীকে পরাজিত করে দিয়েছে শিক্ষা।

তিনি আরও বলেন, এই যুদ্ধ ভারতের জন্য এমন এক পরাজয়, যা তারা কখনোই ভুলতে পারবে না। বহুদিন ধরে অনেকে মনে করতেন পাকিস্তান প্রচলিত যুদ্ধক্ষমতায় দুর্বল, কিন্তু আমরা প্রমাণ করেছি—ঐক্য, সাহস ও ঈমান থাকলে অসম্ভব কিছুই নয়।

মুজাফফরাবাদে শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ বিতরণ অনুষ্ঠানে শেহবাজ বলেন, একদিন কাশ্মির পাকিস্তানেরই হবে, ইনশাআল্লাহ। আমাদের এই ঐক্যই আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট জারদারি বলেন, আজ আমরা একত্র হয়েছি আমাদের সশস্ত্র বাহিনী এবং সেইসব বীর সেনাদের শ্রদ্ধা জানাতে, যারা ভারতের উসকানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন।

তিনি জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে বলেন, এই জাতির পক্ষ থেকে আমি সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে তার হাতে ব্যাটন তুলে দিচ্ছি। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি